দৈনিক মানবজমিন এর চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ উল্লাহর উপর হামলা ঘটনায় কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের ব্যক্তিগত সহকারী আমিন ও গাড়ি চালক সহ ৯ জনের নামে বুধবার রাতে চকরিয়া থানায় মামলা রুজু হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে তার উপর হামলার ঘটনায় একটি এজাহার দিয়েছিলেন। প্রাথমিকভাবে তদন্ত করে মামলাটি রুজু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বলেন, গত ৩০ এপ্রিল বিকাল ২টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে চকরিয়া থানার পার্শ্ববর্তী বাদল মুন্সির চেম্বারে অবস্থান করছিলাম। ওইসময় ঘটনাস্থলের উত্তর দিক থেকে তিনটি গাড়ি নিয়ে কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলম ও তার ব্যক্তিগত সহকারী আমিন, গাড়ি চালক ইস্তাফিজসহ ১০/১২ জন লোক অতর্কিতভাবে আমার উপর হামলা করে এবং অমানষিকভাবে নির্যাতন করে। ওই সময় আমার সাথে থাকা দুটো মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, চকরিয়া-পেকুয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলমের অপরাধ ও অপকর্ম নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদেশ্য এই হামলা করা হয়েছে। ঘটনার দিন রাতেই সাংবাদিক মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়। হামলার ৮দিন পর অবশেষে ৮ মে মামলাটি রেকর্ড করা হয়েছে। এজাহার নামীয় আসামীরা হলেন, জাফর আলমের গাড়ির চালক ইস্তাফিজুর রহমান, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আমিন, আজম, শেখ রুবেল, শওকত, জয়নাল আবেদীন, মিজানুর রহমান, আজম ও মিজানুর রহমান।##