বৃহস্পতিবার- ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ায় মৌলভী ছাঈদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ

মৌলভী ছাঈদুলল হক মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি শফিউল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর ।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম।বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজুরুল ইসলাম, উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল্লাহ নুরু ও সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টোসহ এলাকার সচেতন মহলের অসংখ্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান মেহমান সাফওয়ানুল করিম বলেন,ঝড়ে পড়ারা শিক্ষার্থীদের এগিয়ে নিতে চকরিয়া উপজেলার অবহেলিত এলাকা উত্তর হারবাং এ বিদ্যালয়টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি তার পিতার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।তিনি চেয়েছিলেন চকরিয়া -পেকুয়ায় কোনো দরিদ্র অভিভাবকদের সন্তানেরা যেন শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয়। তাই তিনি এলাকার জনসাধারণের জন্য বিদ্যালয়টি এখানে প্রতিষ্ঠা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান জানান,শিক্ষা ক্ষেত্রে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিদ্যালয়টি যেন চকরিয়া উপজেলাসহ সারাদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে তার জন্য উপজেলা প্রশাসনের দিক থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

সবশেষে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

21Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়