কক্সবাজারের চকরিয়া ফাঁসিয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে জনসম্মুখে জাহেদুল ইসলাম নামের এক প্রবাসীকে সন্ত্রাসী কায়দায় হামলা ও লাঞ্ছিত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৯জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী গাবতলি বাজারে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় উচিতারবিল এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী জাহেদুল ইসলাম বাদী হয়ে স্থানীয় শিব্বির আহমদের ছেলে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গিয়াস উদ্দিন ও তার ভাই হায়দার আলীসহ চারজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে।
প্রবাসী জাহেদুল ইসলাম অভিযোগ পত্রে উল্লেখ করেন ছোট ভাইয়ের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত গিয়াসউদ্দিনকে তার ভাইয়ের মোটরসাইকেল ফেরত দিতে বলাতে সে ক্ষিপ্ত হয়ে সঙ্ঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী নিয়ে তার উপর হামলা চালায় এবং তাকে উদ্ধার করতে আসা লোকজনের উপরেও হামলা চালায়। এসময় হামলাকারীরা ঐ প্রবাসীর হাতে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে চকরিয়া থানা থেকে একদল পুলিশ এসে প্রবাসী জাহেদ সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রভাবশালী ও স্হানীয় জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় ঘাপটি মেরে থাকা হত্যা মামলাসহ বহু মামলার পলাতক আসামী গিয়াস উদ্দিন কে গ্রেফতার করে আইনের আওতায় আনা জোর দাবী জানান ভুক্তভোগী প্রবাসী পরিবার।
এবিষয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, প্রবাসীর উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##