কক্সবাজারের চকরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ (বিকল্প পা) বিতরণ অনুষ্ঠান শনিবার (২৭ এপ্রিল) এসএআরপিভি হল রুমে অনুষ্ঠিত হয়।
সার্ভ এর আঞ্চলিক পরিচালক (কার্যক্রম) কাজী মাকসুদুল আলম মুহিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
বিশেষ অতিথি ছিলেন এসএআরপিভির উপদেষ্টা ও পিকো পিকো প্লাস লিমিটেড চট্টগ্রাম এর ম্যানোজিং ডিরেক্টর কে আনোয়ার চৌধুরী।
প্রতিবন্ধী ব্যক্তিদের শুভেচ্ছাদূত নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর মজিবুল হক মুজিব ও বিশিষ্ট নারী নেত্রী ইয়াসমিন সুলতানা।
প্রধান অতিথি বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এমপি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সরকারি তহবিল এর অনুদান থেকে সর্বোচ্চ বরাদ্দ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ দিবেন বলে আশ্বাস প্রদান করেন।
চকরিয়া-পেকুয়া ও দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করার জন্য একটি রিহ্যাবিলিটিশন সেন্টার করার জায়গা প্রদানের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করে তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের সকল প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটানোর জন্য যা যা করণীয় নিজে এবং বাংলাদেশ সরকারের যেকোন স্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এসে প্রতিবন্ধীদের জন্য ব্যায়িত করা যায় তার সর্বোচ্চ চেষ্টা করেন করবেন বলে আশ্বাস প্রদান করেন।
আজকে তিনজন প্রতিবন্ধীদের বিকল্প পায়ের অনুদান দিয়েছেন অনুষ্টানের বিশেষ অতিথি একে আনোয়ার হোসেন চৌধুরী। অতীতে যেভাবে অনুদান দিয়েছেন ভবিষ্যতেও তার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবেন এবং প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এসময় এসআরপিভির সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।