কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের নিয়ে মো. ইছহাক (৪৫) নামে এক নার্সারী মালিককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে একদল দূর্বৃত্ত। এসময় তার পকেটে থাকা নগদ একলক্ষ টাকা লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের স্টোর স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ইছহাক বিএমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বেতুয়ারকুল খাসমহাল এলাকার ওসমান গণির ছেলে।
এ ঘটনায় আহত ইছহাকের ছোট বোন রিনা আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মো. ইছহাক স্টোর স্টেশন এলাকাস্থ একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। এসময় স্থানীয় ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন ও মো. ছৈয়দ এর ছেলে জসিম উদ্দিনসহ ১৮-২০ জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় ইছহাকের উপর। এসময় তারা কিরিচ দিয়ে কুপিয়ে ইছহাকের ডানহাত বিচ্ছিন্ন করে। এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মামলার বাদী রিনা আক্তার বলেন, হামলাকারীরা সবাই বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান বদিউল আলম ও সাবেক এমপি জাফর আলমের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর কন্ট্রোল রুমে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ##