মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ায় পাওনা টাকা আদায়ে মামলা করায় বাদীকে হুমকির অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় পাওনা টাকা আদায়ে আদালতে মামলা করায় বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালাকাকারা গ্রামের বাসিন্দা খতিজা বেগম সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, বাড়ির পার্শ্ববর্তী রাজিয়া বেগম তার আত্মীয় হয়। সে সুবাদে গত বছর তার জমি বিক্রির সাড়ে ৮ লক্ষ টাকা রাজিয়া বেগমের স্বামীকে প্রবাসে গমন ও ব্যবসায়ীক মূলধন বিনিয়োগ করার জন্য ধার দেন।

এসময় টাকা গ্রহণের একটি লিখিত নন জুড়িশিয়াল ৩শত টাকার স্টাম্প ও একটি চেক প্রদান করেন রাজিয়া বেগম। দেড় বছর অতিবাহিত হলেও টাকা প্রদানে তিনি অনিহা প্রকাশ করেন। এতে তিনি উক্ত চেক ডিজঅনার করে আদালতে এনআই এ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাজিয়া বেগম আমার বিরুদ্ধে বিভিন্ন অযুহাত তুলে হুমকি ও মিথ্যা প্রপাগন্ডা ছড়িয়ে মানববন্ধন করে।

তিনি আরো দাবী করেন, আমার পাওনা টাকা না দিয়ে তিনি উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। এছাড়া আমার স্বামী মারা যাওয়ায় আমি আরো অসহায় হয়ে পড়ি। তিনটি মেয়ে সন্তান নিয়ে আমি এখন অসহায়ভাবে দিনানিপাত করছি। আসামীরা আমাকে ও আমার কলেজ পড়ুয়া মেয়েদেরকে বিভিন্নভাবে হুমকিধমকি দিচ্ছে। আমি এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রতিকার কামনা করছি। ##

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়