কক্সবাজারের চকরিয়ায় তিন তরুণ উদ্যোক্তার স্বপ্নের যাত্রা শুরু হয়েছে ‘জুতার বাজার’।
বৃহস্পতিবার বিকালে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টারের বেইজমেন্ট ফ্লোরে এই জুতার বাজারের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা তিন তরুণ উদ্যোক্তা চট্টগ্রাম শহরের জুতার শোরুমে চাকুরী করতো। তিন বন্ধু মিলে পরিকল্পনা নিল একটি বড় পরিসরে জুতার দোকান করা যায় কিনা।
পরে তিনজন মিলে বেতনের টাকা থেকে জমানো পূঁজি এবং আরও কিছু টাকা ম্যানেজ করে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টারের বেইজমেন্ট ফ্লোরে ১০টি দোকানকে একসাথে করে বড় পরিসরে একটি দোকান ভাড়া নেন। অবশেষে গ্রাহকদের সুলভ মূল্যে টেকসই জুতা উপহার দিতে তাদের এই শুভ যাত্রা শুরু হয়েছে।
তরুণ উদ্যোক্তা মো. আজিম উদ্দিন বলেন, তিন জনের পরিকল্পনা আজ বাস্তবায়ন হয়েছে। আমাদের মধ্যে বিশ্বাসই হচ্ছে বড় পূঁজি। এই বিশ্বাস নিয়ে আমরা গ্রাহকদের কমদামে ভাল মানের জুতা উপহার দিতে পারব বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
এ কে এ.কে.এম বেলাল উদ্দীন নামে এক ক্রেতা বলেন, টেকসই ও মানানসই জুতা কমদামে পেয়েছি। সাধরণ ক্রেতারা কমদামে ভাল জুতাই চায়।
এই জুতা বাজারের বিশেষ বৈশিষ্ট্য হলো জুতা ক্রয়ের পরে বাড়িতে নিয়ে অপছন্দ কিংবা মানানসই বলে মনে না হলে ৪৮ ঘন্টার মধ্যে ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা আছে বলে নিশ্চিত করেন উদ্যোক্তা আজগর ও খোরশেদ আলম।##