কক্সবাজার জেলা পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ একটি ইয়াবার চালান জব্দ করেছে চকরিয়া থানা পুলিশ। আটক করা পাঁচটি ড্রামের মধ্যে ইয়াবার পরিমাণ সাড়ে ১২ লাখ। এসময় ইয়াবা চালান বহনকারী একটি ইঞ্জিন চালিত বোট জব্দ করা হয়েছে।
সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার খুটাখালী ইউপির বহলতলী নদীর মোহনা থেকে সবচেয়ে বড় ইয়াবা চালানটি আটক করতে সক্ষম হয় চকরিয়া থানা পুলিশ।
ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ থানাপুলিশের দুটো টিম জেলেদের ছদ্মবেশে সারারাত সাগরে অভিযান পরিচালনা করি। সোমবার পৌঁনে এগারোটার দিকে বহলতলী নদীর মোহনায় ইয়াবা বহনকারী ইঞ্জিন চালিত বোট টি আমাদের সামনে দিয়ে যাওয়ার প্রাক্কালে ধাওয়া করলে বোটের ড্রাইভার পালিয়ে যায়।
পরে ওই ইঞ্জিন চালিত বোটের উপরে থাকা পাঁচটি ড্রামের মধ্য থেকে ১২৫ বান্ডিলে সর্ব মোট বার লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হই। যার আনুমানিক মূল্য সাড়ে সাইত্রিশ কোটি টাকা। তিনি বলেন, কক্সবাজার পুলিশের এটি এযাবৎকালের সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের ঘটনা। এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও বোট চালকের নাম পরিচয় পাওয়া গেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য যে, শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জেলা ডিবি পুলিশে কর্মরত অবস্থায় ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে দুই দফায় অভিযানে ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকাসহ পাঁচ জনকে হাতেনাতে আটক করেছিলেন। উদ্ধার হওয়া এসব মাদকের মূল্যে আনুমানিক ৫৩ কোটি টাকা।
তারই ধারাবাহিকতায় থানা পুলিশে কর্মরত অবস্থায় আজকে সাড়ে বার লাখ পিস ইয়াবা উদ্ধার করে পুরো জেলা জুড়ে প্রশংসায় ভাসছেন ওসি শেখ মোহাম্মদ আলী নাদিম।