শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ায় ছাত্রনেতা বাপ্পির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দিন বাপ্পির উপর শনিবার রাত ১০টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় গেইটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিজবাহ উদ্দিন বাপ্পি গুরুতর আহত হয়ে বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

এ ঘটনায় ছাত্রলীগ নেতার বড় ভাই মিশকাত উদ্দিন বাদী হয়ে ৬ জনের নামে থানায় এজাহার দায়ের করেছে।
প্রতিবাদে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ রবিবার বিকেলে পৌর শহরে মানববন্ধন করেছে।

মানববন্ধন থেকে ছাত্রনেতা বাপ্পির উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব, উপজেলা ছাত্রলীগ নেতা ইসমাইল, পৌরসভা ছাত্রলীগ নেতা ইবনুল জাওয়াদ,সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল ওয়াহিদ শাওন, পৌরসভা ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হাবীব, ছাত্রলীগ নেতা সৌরভ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ##

81Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়