শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

চকরিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বান্দরবানে তিন উপজেলায় নির্বাচন স্থগিত

কক্সবাজার জেলার চকরিয়ায় ২য় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৬জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩জন সহ মোট ১৩জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।

এতে চেয়ারম্যান পদে কক্সবাজার-১ আসনে সাবেক সংসদ সদস্য জাফর আলম (ঘোড়া), উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী (দোয়াত কলম) বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদিউল আলম (মোটরসাইকেল), আবদুল্লাহ আল হাসান সাকিব (আনারস) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু (বই), উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ (টিয়া পাখি), সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল (টিউবওয়েল), বেলাল উদ্দিন শান্ত (তালা), মুবিনুল ইসলাম (উড়োজাহাজ), নুরুল আমিন (চশমা) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান (নারী) পদে উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী (কলস), সাবেক ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা (ফুটবল), সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন (হাঁস) প্রতীক পেয়েছেন।

উল্লেখ,২য় দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ১৯ই মে। ২১ মে এ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ##

17Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়