বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ায় আশা’র সদস্যদের গাভী পালনের উপর প্রশিক্ষণ সম্পন্ন

কক্সবাজারের চকরিয়ায় আশার সদস্যদের গাভী পালনের উপর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকালে চকরিয়া উপজেলাস্থ আইসিডিডিআরবি হল রুমে অনুষ্ঠিত হয়।
গবাদি প্রাণীর ভেকসিনেশন কর্মসূচি ও গাভী পালনের উপর প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ,এম,খালেকুজ্জামান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফ উদ্দীন ।

আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় আশা’র কার্যক্রমের উপর বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট ডিরেক্টর (লাইভস্টক) মোঃ খোরশেদ আলম ও সিনিয়র এগ্রি অফিসার (মাশরুম) খায়রুল বাসার টিপু। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া সদর ব্রাঞ্চ ম্যানেজার সুব্রত কুমার দাশ ও এসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান।

খোরশেদ আলম বলেন, আশা’র সদস্যরা এই প্রশিক্ষণের মাধ্যমে গাভী পালনের জন্য সহজ শর্তে ও কম মুনাফায় আশা’র কাছ থেকে ঋণ ও কারিগরি সুবিধা পাবেন। পাশাপাশি বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) প্লান্ট করতে আগ্রহী উদ্যোক্তাদের কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, সারাদেশে আশা’র পক্ষ থেকে তাদের নিজস্ব অর্থায়নে গ্রামীণ উন্নয়নের উপর জোরদার করে কৃষি ও গবাদিপশু পালনের জন্য কাজ করে যাচ্ছে।
এই প্রশিক্ষণে ৩০ জন সদস্য অংশ৷ নেন বলে নিশ্চিত করেছেন ব্রাঞ্চ ম্যানেজার সুব্রত কুমার দাশ। ##

27Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়