রাজু দাশ, চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব ১১টি পরিবারের পাশে দাঁড়ালেন (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ।
মঙ্গলবার সকালে উপজেলার সাহারবিল শাহপুরা জলদাস পাড়ায় ১১ টি পরিবারের ৫ টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্যের প্যাকেট ও কম্বল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেন, আগুনে পুড়ে যাওয়ায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। ঘর বাড়ি পুড়ে গেছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বাড়িঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে সাথে সাথেই ইউএনও মহোদয়সহ ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং সরকারীভাবে উপজেলা প্রশাসন থেকে খাদ্যে সামগ্রী বিতরণ করা হয়েছে। আমার ব্যাক্তিগত ভাবে আর্থিক সহয়তা প্রদান করা হবে এবঙ সব সময় পাশে পাবেন।