শুক্রবার- ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বনবিভাগের অভিযান, বালু বোঝাই ট্রাক জব্দ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি জনপদে কতিপয় লুটেরা চক্র শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু লুটের মহোৎসব চালাচ্ছে। ইতোমধ্যে এসব এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে চারজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, চারটি ট্রাককে জরিমানা করেছে। একইভাবে অপর অভিযানে দুটি শ্যালো মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও পরিবহন কাজে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করে।

অভিযোগ উঠেছে, স্থানীয় উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযানের পরও থেমে নেই বালু লুটেরা চক্রের কারসাজি। ফের চালু করা হয়েছে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন কারবার।
এই অবস্থায় বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে বনকর্মীরা ফের বালু উত্তোলন ও পরিবহন কারবার বন্ধে অভিযান শুরু করেছেন।

অভিযানের প্রথমদিনে গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু বোঝাই একটি ট্রাক জব্দ করেছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, মহাসড়ক থেকে জব্দকৃত অবৈধ বালু বোঝাই ট্রাকটি বনকর্মীরা ডুলাহাজারা বনবিট অফিসের হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিট অফিসারকে নির্দেশ প্রদান করা হয়েছে। ##

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়