বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঘুমধুম-তুমব্রু সীমান্তে পানিবন্দি গ্রামে ত্রাণ সহায়তা পৌছে দিলেন উপজেলা প্রশাসন

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের পানিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্মাঞ্চলে জলাবদ্ধতা তৈরী হয়েছে। এসব এলাকায় বেড়েছে দূর্ভোগ। বিশেষ করে ঘুমধুম ইউনিয়নের পশ্চিমকুল, বাজারপাড়া ও কোণারপাড়ায় শতাধিক মানুষ জলাবদ্ধতায় দূর্ভোগে পড়েছে।

এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে এসব এলাকার দূর্গত মানুষের মাঝে ত্রাণ (শুকনো খাবার) সহায়তা পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে পানিবন্দি গ্রামগুলোতে সরেজমিনে গিয়ে শুকনা খাবারের প্যাকেট তুলে দেন উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জানান, সীমান্তে পানিবন্ধী মানুষের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। তাঁরই নির্দেশনায় দূর্গম মানুষের মাঝে শুকনো খাবার পৌছে দেওয়া হলো।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে পানিবন্দি গ্রামগুলোতে কাঁদাযুক্ত রাস্তা পাড়ি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেওয়ায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা স্থানীয় স্থানীয় ইউপি মেম্বার দিল মোহাম্মদ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ জানান, চলমান টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে উপজেলার নিম্ম এলাকাগুলোতে পানি ঢুকে জলাবদ্ধতা তৈরী হয়েছে। এতে মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে সরকার বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং দ্রæত সময়ের মধ্যে সেবা পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা ও উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক মাহমুদুল হাসান, ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো, যুবলীগ নেতা মোস্তাকিম আজিজ, শ্রমিক নেতা শাহজাহান প্রমুখ।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়