বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঘুমধুমে বন বিভাগের অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশ এর সবশেষ খসড়া আইন অনুযায়ী, ব্যক্তি মালিকানায় লাগানো বড় গাছ কাটতেও সরকারের অনুমতি নিতে হবে। এছাড়া গাছ কাটা ও পরিবহণে জোত পারমিটের বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু এসবকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পুরনো একটি বাগান কেটে পাশর্^বর্তী করাতকলে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে নাইক্ষ্যংছড়ি বন বিভাগ।

বুধবার সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২৬৭নং ঘুমধুম মৌজার আজুখাইয়া এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি বন কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার।

এসময় ঘটনাস্থলে প্রথম দফায় ৯৫৬ ঘনফুট লম্বা এবং দ্বিতীয় দফায় পৃথক অভিযানে ৩০৪ লম্বা ফুট আকাশমনি গাছ জব্দ করে স্থানীয়দের জিম্মায় দেওয়া হয়।

এর আগের রাতে স্থানীয় প্রভাবশালী ও কাঠ চোরাকারবারীরা বিপুল পরিমাণ কর্তনকৃত গাছ রাতের আধারে সরিয়ে ফেলেছে বলে স্থানীয়রা জানান।

এই প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি বন কর্মকর্তা, মো: মোজাম্মেল হক সরকার জানান, পারমিট বিহীন ও বেআইনীভাবে গাছ কাটার অপরাধে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বন রক্ষায় স্থানীয় জনসাধারণসহ অন্যান্য প্রশাসনের সহযোগিতা চান তিনি।

উল্লৈখ্য, গত কিছুদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল সিন্ডিকেট করে ওই বাগানটি কেটে নিচ্ছে। স্থানীয়রা বাধা দিলে তাদের মিথ্যা মামলায় জড়ানোসহ হত্যার হুমকি দিয়ে চলছে চক্রটি।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়