বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বাংলাদেশ সনাতনী সেবক সংঘ পরিচালিত

গীতা শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ণ পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ সনাতনী সেবক সংঘ’র  উদ্যোগে  ২৫০ শতাধিক  বিদ্যাপীঠের একযোগে  এই মূল্যায়ণ পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ১০ হাজারের অধিক বিদ্যার্থী।

(৩ মে) শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী কেন্দ্রীয় শিক্ষক পরিষদের কঠোর গোপনীয়তার সহিত প্রশ্নপত্র ও খাতা  প্রেরন, পরীক্ষা শেষে খাতা গ্রহন করে কেন্দ্রে পাঠানো হয়।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাসসেস কেন্দ্রিয় স্থায়ী পর্ষদের চেয়ারম্যান শ্রী জিকু দত্ত,  মহাসচিব শ্রী নেপাল শীল, যুগ্ন -মহাসচিব শ্রী নিউটন দাশ, অর্থ সচিব শ্রী সঞ্জয় বৈদ্য বাসু, সহ -অর্থ সচিব এডঃ মিন্টু কুমার নাথ,স্থায়ী নির্বাহী  সদস্য শ্রী সুধীর চন্দ্র দাশ, কেন্দ্রিয় শিক্ষক পর্ষদের উপদেষ্টা অশোক চক্রবর্তী।

 ডুলাহাজারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  শ্রী উত্তম কুমার চৌধুরী, চকরিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকতা শ্রী নন্দন পাল, ডুলাহাজারা মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রুনেন্দু দে,  চকরিয়া কমার্স কলেজের প্রভাষক বিপ্লব দাশ,

 কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদের সভাপতি শ্রী রাজিব নাথ, কার্যকরি  সভাপতি শ্রী সুমিত রায়, সহ-সভাপতি শ্রী বিষ্ণু ধর, সাঃ সম্পাদক শ্রী সনেট শর্মা,যুগ্ম সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র দে, সহ-সাধারণ সম্পাদক শ্রী দীপ্ত ঘোষ,  সহ-সাধারণ সম্পাদক শ্রী টিটন কান্তি দাশ, সহ-সাধারণ সম্পাদক শ্রী সুজন শীল,

সহ-সাধারণ সম্পাদক ডাঃ  তন্ময় পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী কমল দে, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী ধীমান নাথ, সহ-প্রকাশনা সম্পাদক শ্রী সবুজ নাথ, রাউজান উপজেলার সভাপতি শ্রী প্রণধীর নাথ পলাশ সহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বাংলাদেশ সনাতনী সেবক সংঘ’র প্রতিষ্টাতা শ্রী মনোরজ্ঞন দে পরিচালনায় ও নির্দেশনায় চকরিয়া কেন্দ্রে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ বৈঞ্চব,ডুলাহাজারা ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী বিজয় দেব, ডুলাহাজারা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী  সুমন নাথ,সহ সভাপতি শ্রী পলাশ সুশীল, সাধারণ সম্পাদক শ্রী রপন নাথ, ছাত্র- যুব পরিষদের সাধারণ সম্পাদক শ্রী যিশু দে ও শিক্ষকবৃন্দ।

সমগ্র পরীক্ষা পরিচালনা করেন পরিক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক শ্রী টুটুল দাশ ও সদস্য সচিব শ্রী মাইকেল শীল সহ অন্যান্য সদস্যবৃন্দ ।

52Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়