রামুর গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদপাড়া গ্রামে বিআরডিসির আওতাধিন সেচ পাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ের ওই ঘটনায় সেচ পাম্পের ঘরও ভষ্মিভূত হয়েছে।
সূত্র বলছে- স্থানীয় মৃত সুলতান আহমদের ছেলে আলীম উদ্দিন গত দশ বছর ধরে তিনটি পাম্প বসিয়ে বিআরডিসির আওতাধীন উক্ত সেচ প্রকল্পটি পরিচালনা করে আসছে। এতে আশপাশের ৪৫ বিঘা জমিতে পানির চাহিদা মেঠানো হত। সম্প্রতি ঘরসহ সেচ পাম্প পুড়িয়ে দেওয়ায় এসব জমিতে পানির জন্য হাহাকার পড়েছে।
ভুক্তভোগী আলীম উদ্দিন অভিযোগে জানান- সেচ পাম্পের পাশে একটি ব্যাক্তি মালিকানাধিন বাগানে কর্মরত রোহিঙ্গা ছৈয়দ আকবার ও জুবাইর পূর্ব শত্রুতার কারণে তাঁর সেচ পাম্পটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিয়েও কোন সুরহা পাওয়া যাচ্ছে না।
আলীম উদ্দিন জানান- রোহিঙ্গা ছৈয়দ আকবার আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি দেখেছেন। স্থানীয় অনেকে তাকে চিনতে পেরেছে। ছৈয়দ আকবার রোহিঙ্গা হলেও স্থানীয়দের মত হুংকার দেন। এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। তার বিষয়ে আইনশূঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চান ভুক্তভোগী আলীম উদ্দিন।