রবিবার- ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

খুটাখালী হামিদিয়া ফোরকানিয়া মাদরাসার জমি দখলে নিতে মামলা, খারিজ করেছে আদালত

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের এক সময়ের ঐতিহ্যবাহি দ্বিনী প্রতিষ্ঠান হামিদিয়া ফোরকানিয়া মাদরাসার জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে ঐ মাদরাসার কথিত সেক্রেটারী মোহাম্মদ আজিজুল মান্নান নামের এক ব্যক্তি।

আজিজুল মান্নান উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মরহুম মৌলানা মোঃ হানিফের পুত্র। এ অঞ্চলের দলমত, ধর্ম-বর্ণ সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়ব ও তার পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলাসহ নানা কুৎসা রটানোর অভিযোগ উঠেছে মান্নান মৌলভীর বিরুদ্ধে। এতে সর্বমহলে ঐ মৌলভীর বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার খুটাখালী মৌজার বিএস খতিয়ান নং ১৪১, বিএস দাগ নং ২২৬১ এর
. ১০ একর নালিশী জমি মৌলভী মান্নান বাদী হয়ে বিগত ২০১৭ সালে দখল নিতে চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা নং অপর ১৭৯/২০১৭ দায়ের করেন।

ঐ মামলায় চৌধুরী মুহাম্মদ তৈয়ব, তার স্ত্রী খোদেজা বেগম, ছেলে-মেয়ে, তারই ভাই আজিজুল হক ও মোহাম্মদুল হককে বিবাদী করা হয়। মামলাটি দীর্ঘ বছর শুনানি শেষে গত ২৪ জুন খারিজ করে দেন আদালত।

আদালতের আদেনামা পর্যালোচনা করে দেখা যায়,
আদালতে দাখিলকৃত নথিপত্রে মান্নান মৌলভী
সাধারন সম্পাদক দাবী করে আসলেও বাস্তবে তিনি মাদরাসা পরিচালনা কমিটির কেহ নন। এমনকি পরিচালনা কমিটির সাধারন সম্পাদকের কোন কাগজ বা প্রমান তিনি দিতে পারেন নি।

যার কারনে আদালতের আদেশে বলা হয়েছে, মামলার বাদী আজিজুল মান্নান যেহেতু মাদরাসা পরিচালনার প্রতিনিধি নয়, সেহেতু তিনি মাদরাসা পক্ষে মামলা পরিচালনা করতে অধিকার রাখেন না। এমনকি আজিজুল মান্নানের মামলা পরিচালনা করার আইনগত বৈধতা নেই।

অপরদিকে মামলার বিবাদী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদুল হকের বিরুদ্ধে এ মামলা অচল বিধায় অপর ১৭৯/২০১৭ মামলাটি সরাসরি খারিজযোগ্য। আদালত দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর আদেশ ৭ বিধি ১১ (ডি) মোতাবেক মামলাটি খারিজ করেন।

এদিকে ধুরন্ধর মান্নান মৌলভী ফোরকানিয়া মাদরাসার জমি হাতিয়ে তথা নিজের দখলে নিতে নানা কুটকৌশলের আশ্রয় নেয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, তার ভাই ও পরিবারকে জড়িয়ে মামলাও করে। একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিক বৈঠকে মাদরাসা অনুকূলে ঐ জমি বুঝেও দেয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভোল পাল্টে ফেলেন মান্নান মৌলভী। এমনকি জমি দখলে নিতে নানা কুট কৌশলের আশ্রয় নেন তিনি। এলাকায় তিনি চালবাজ হিসেবে পরিচিত।

এ ব্যাপারে হামিদিয়া ফোরকানিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদুল হক বলেন, সম্পর্কে মান্নান মৌলভী আমার বড় ভাই। তবে মাদরাসা পরিচালনা কমিটির কেহ নন। তার কাছে একাধিবার লোক পাঠিয়েছি তার দাবি জানতে। কিন্তু কোন কথায় কর্ণপাত করেনি তিনি।

38Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়