বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ক্ষতিগ্রস্ত নুর মোহাম্মদের দুশ্চিন্তা ‘ঋণের দায়’

ক্ষুদ্র ব্যবসায়ী নুর মোহাম্মদ এর স্বপ্ন আগুনে পুড়ে নিঃস্ব এখন। সব হারিয়ে দিশেহারা নুর মেহাম্মদ ঋণের বোঝা নিয়ে দুঃশ্চিতা কাটছে দিন। তার মধ্যে পরিবারের একমাত্র উপার্জন হওয়ায় মানবতার দিন কাটছে পরিবারের।
নুর মোহাম্মদ বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা জব্বার সওদাগর বাড়ির মৃত সরু মিয়া ছেলে।

গত ১৫ মে ভোর সোয়া ৪টায় উপজেলার পশ্চিম শাকপুরা আশরাফ আলী মসজিদ সংলগ্ন দোকানে আগুন লেগে পুড়ে যায় তার দোকান।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দিন ধরে এলাকায় নুর মোহাম্মদ, নুর মোহাম্মদ স্টোর নামে দোকানদারী করে আসছে ব্যবসায়ে মুলধন বাড়ানোর জন্য ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে, ভাল ভাবে জীবনযাপন করতেছে তিনি। হঠাৎ দোকানে আগুন লেগে তার সব স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। তিনি এখন ব্যবসায় ঘুরে দাড়ানোর জন্য এদিন ওদিন দোড়াদোড়ি করতেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদার নুর মোহাম্মদ বলেন, ব্যাংক ও আত্নীয় স্বজনের কাছ থেকে ঋন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম আগুনে পুড়ে আমি এখন নিঃস্ব। কোন মালামাল বের করতে পারেনি এমনকি ক্রেতাদের বকেয়া খাতাটি রক্ষা করতে পারিনি,যার কারনে কার কাছে কত টাকা পাব সেটাও বলতে পারছিনা। বকেয়া প্রায় ৫ লক্ষ টাকা হবে কারন আমার দোকানে প্রায় বাকিতে মাসিকহারে বাজার ক্রয় করত । সবচেয়ে আমার বড় দুঃশ্চিতা হল ঋণের ৬ লক্ষ টাকা।

তিনি আরো বলেন, সেদিন আগুনে আমার ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

25Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়