পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্ট থাকার অভিযোগে বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কেএনএফের আরো ৭ জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস ইমরান।
গ্রেফতারকৃতরা হলেন, লাইমি পাড়ার বাসিন্দা ভান বিয়াক লিয়ান বম (২৩), রুমা মুনলাই পাড়া বাসিন্দা লাল নূন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান বম(৩২), লাল মিন বম (৫০) ও রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বম (৩৩)।
কেএনএফের সংশ্লিষ্টতার অভিযোগে ২২ জন নারীসহ ৭৮ জনকে রুমা ও থানচির ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় করা ৯টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে কেএনএফ সংশ্লিষ্টতার অভিযোগে ১ নারীসহ ৭ জনকে রুমা অস্ত্র লুটের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সশস্ত্র সংগঠন কেএনএফের সাথে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি অছাইং উ মারমা পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা শাখা সিদ্ধান্ত মোতাবেক অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলার শাখা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হলো।
জানা গেছে, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যকলাপের জড়িত ছিলেন রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বম। এমন অভিযোগ পেয়ে গতকাল সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী অভিযান চালায়।