বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও নূরানী মাদ্রাসা ও হাফেজ খানা এতিমখানার ৩৪তম বার্ষিক সভা ও প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে মাদ্রাসার মাঠে বার্ষিক ও অনুষ্ঠিত হয় কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালক সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম ও সুপার মাওলানা রিদুয়ানুল হকের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বিশিষ্ট সমাজ সেবক আগামী উপজেলা পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ রফিক বসরী।
প্রধান বক্তার কোরআন পাক থেকে আলোচনা পেশ করেন চকরিয়া জিন্নুরাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুর রহমান
বিশেষ বক্তৃতা আলোচনা পেশ করেন মাওলানা ওমর ফারুক সিরাজী, মাওলানা নজরুল ইসলাম জিহাদী।
২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টা একিই মাঠে
কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসার
প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা শিক্ষক মাওলানা জুবায়ের এর পরিচালনায় মাদ্রাসা পরিচালক সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ সেবক মুহাম্মদ রফিক বসরী, শাহাজাহান কবির,প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন সাংবাদিক মোঃ ইউনুস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম মিন্টু সহ অসংখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রী,অভিভাবক মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
পরে অতিথিদের কে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়