রবিবার- ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৪

কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৪

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে আগুন লেগে চার জেলে দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ হওয়া চারজন হলো- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরান (২৮)।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, ১৫ নম্বর ঘাটে একটি মাছ ধরার ট্রলারের রান্নাঘর থেকে আগুন লাগে। এতে চারজন দগ্ধ হয়েছেন, দুইজন জেলে সামান্য আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পতেঙ্গা থানা পুলিশের সদস্যরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করেছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, ‘মাছ ধরার ট্রলারের আগুনে চারজন দগ্ধ হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়