মঙ্গলবার- ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

কক্সবাজার জেলার শ্রেষ্ঠত্ব অর্জন মহেশখালী থানার ওসি সহ ৩ পুলিশ কর্মকর্তার

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ সহ ৩ পুলিশ কর্মকর্তার বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন।

৪ঠা জানুয়ারী (শনিবার) কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা হিসেবে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ, এসআই মহসিন চৌধুরী (পিপিএম), এএসআই শিবল দেব এর হাতে ক্রেষ্ট ও নগদ টাকা সম্মাননা হিসেবে প্রদান করেন। জানা যায়, গত ডিসেম্বর মাসে অত্যাধুনিক বিদেশি জি-৩ রাইফেল সহ ৪ টি অস্ত্র উদ্ধার, রেকর্ড সংখ্যক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, মামলা তদন্ত ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদানের জন্য মহেশখালী থানার ওসি-সহ ৩ পুলিশ কর্মকর্তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য: মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ ও এসআই মহসিন চৌধুরী (পিপিএম) কক্সবাজারের বিভিন্ন থানা ও ফাঁড়িতে দায়িত্ব পালনকালে অপরাধ নিয়ন্ত্রণ মূলক কার্যক্রম, কর্মদক্ষতা, কর্তব্যনিষ্টতা, সততা ও শৃঙ্খলামূলক, সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে চৌকষ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননায় ভূষিত হন। তাদের প্রতিটি কর্মস্থলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন অব্যাহত রেখেছেন তারা। এছাড়াও অস্ত্র উদ্ধারকারী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে রহস্য উদঘাটন, ডাকাত ও সন্ত্রাসী গ্রেফতারে সাহসীকতার জন্য বিশেষ অবদান রাখায় কাজের স্বীকৃতি হিসেবে (রেকর্ড) কক্সবাজার জেলায় ১০ম বারের মত শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছিলেন এসআই মহসিন চৌধুরী (পিপিএম)।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়