বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

এডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে আজিজনগরে বিক্ষোভ

ভারতীয় মদদপুষ্ট জঙ্গিগুষ্ঠী ইসকন কর্তৃক এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা,সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা ও মসজিদ ভাঙ্গচুরের প্রতিবাদে আজিজনগর ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭’ই নভেম্বর, ২৪ইং (বুধবার)  সকাল ১১টায় আজিজনগর স্টেশনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজিজনগর স্টেশন থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে মিছিলটি চাম্বি মফিজ বাজার এর গজালিয়া সড়ক তিন পথের মাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র জনতার পক্ষে উপস্থিত ছিলেন লামা উপজেলার জামাতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ডাঃফরিদুল আলম,জামায়াত নেতা সরওয়ার আলম, ছাত্র প্রতিনিধি  মিফতাহুল আলম সুমন,মোঃ রিয়াদ হোসেন,এম আই খান ইমরান,ইমামুল ইসলাম,আরিয়ান মামুন, মিনহাজুর রহমান পারভেজ সহ অসংখ্য ছাত্র-জনতা।

ইসকন একটি সন্ত্রাসী সংগঠন দাবি করে ছাত্র প্রতিনিধি ইমরান বলেন ফ্যাসিবাদের পতনের পর একটি মহল আবার ধর্মীয় দাঙ্গা বাজাতে চেষ্টা করছে,তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।

রিয়াদ হোসেন বলেন,ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, নবী(সাঃ) এর বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে তৌহিদী জনতা সবসময় প্রস্থুত থাকবে বাঁধা দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি তুলছে।

মিফতাহুল আলম সুমন বলেন,ইসকন বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে, তাই তাদের ফান্দে পা দেওয়া যাবে না।আমাদের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিষ্টান সকল ধর্মের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে তা নষ্ট করার চেষ্টা চলেছে।আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়।

জামাত নেতা সরুওয়ার আলম জানান,ইসলাম শান্তির ধর্ম, আমরা সকলে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সম্প্রিতি ঠিক রাখার জন্য এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।বাংলাদেশে যেন তাদের আর কার্যক্রম না চলে সেদিকে সজাগ থাকতে হবে।এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী লামা উপজেলার সাংগঠনিক সম্পাদক ডাক্তার ফরিদুল আলম বলেন,অত্যন্ত পরিকল্পিতভাবে চট্টগ্রাম কোর্টের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে হত্যা করা হয়েছে, শুধুমাত্র ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য। আওয়ামী ফ্যাসিস্টরা তাদের মধ্যে ডুকে দাঙ্গা সৃষ্টি করছে।আমাদের সজাগ থাকতে হবে, সকলকে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। কোনোভাবে দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই খুব দ্রুত এডভোকেট আলিফ হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হউক।

45Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়