বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

এখনো আওয়ামী প্যাডে নোটিশ লিখেন নাইক্ষ্যংছড়ি কলেজ অধ্যক্ষ!

দুই মাস পার হলো ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু এখনো আওয়ামী প্রীতি মুছতে পারেননি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলম। কদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ¯েøাগান লেখা প্যাডে নোটিশ নিয়ে আবারো বির্তকে জড়ালেন তিনি।
গত ৮অক্টোবর শিক্ষার্থীদের কাছে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য লেখা ওই নোটিশ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে নানা গুঞ্জন ও সমালোচনা চলছে। প্যাডের মনোগ্রামে লিখা ছিল- ‘‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’’।
এই প্রসঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেলসহ একাধিক অভিভাবক এই প্রতিবেদককে অভিযোগ করে বলেন, কলেজ অধ্যক্ষ এখনো ফ্যাসিবাদী সরকারের প্যাড ব্যবহার করে আওয়ামী প্রীতি লালন করে রাষ্ট্র বিরোধী অন্যায় করেছেন। তিনি কলেজে অবস্থান করলে, ভবিষ্যতে যেকোন প্রকার ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করে প্যাডের মনোগ্রামটি ‘ভুলবশত: দেওয়া হয়েছে বলে স্বীকার করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলম। বিষয়টি নিয়ে ডিজিএফআই-এনএসআই’র কাছেও জবাবদিহিতা করতে হয়েছে তাঁকে’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এলাকার মানুষ আমাকে নিয়ে বহু কিছু বলবে, বিশেষ করে আমার কলেজের কিছু শিক্ষক ষড়যন্ত্র করছেন’।
প্রসঙ্গত, অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলম দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজে আর্থিক অস্বচ্ছতা, অনিয়ম, নিজ স্বার্থে শিক্ষার্থীদের রাস্তায় নামানো, কলেজে স্বজনদের চাকুরী প্রদান, শিক্ষকদের মাঝে গ্রæপিং সৃষ্টিসহ নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর নানা কর্মকান্ডে কলেজ ক্যাম্পাসে বিশৃংখলা তৈরী হলে শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসন তাঁকে ছুটিতে যাওয়ার অনুরোধ করেন।
46Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়