একুশে স্মৃতি পরিষদ ঢাকা কর্তৃক মানবসেবায় বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি পদক-২০২৪-এ ভূষিত হলেন বীর মুক্তিযোদ্ধা কন্যা বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি নারী নেত্রী ফাতেমা পারুল।
সমাজে নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত সফল ও শ্রেষ্ট মানব সেবায় বিশেষ অবদানের জন্য ঢাকার সেগুন বাগিচার কেন্দ্রীয় কঁচি-কাঁচার মেলা মিলনায়তনে শনিবার (১৭ই ফেব্রুয়ারী) একুশে স্মৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে ফাতেমা পারুল এর নাম ঘোষণা করা হয়।একুশে স্মৃতি পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান, সাবেক উপমন্ত্রী ও ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, একুশে স্মৃতি পরিষদের উপদেষ্টা হযরত শাহ সুফী সাইফ আনোয়ার মোবারকী।
তিনি হঠাৎ পারিবারিক
জরুরী ট্রাজেড়ির কারনে যথা সময়ে জাতীয় এই মহতী অনুষ্টানে উপস্থিত হতে না পারায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। তাহার নিজ ব্যক্তিগত প্রতিনিধির
মাধ্যমে অনুষ্টানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি মো. নিজামুল হক নাসিম বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান এর কাজ থেকে একুশে স্মৃতি পদক ২০২৪ সম্মাননা ও সনদপত্র গ্রহন করেন।