শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

ঈদগাঁও উপজেলার ৫ ইউপি নির্বাচনঃ বৈধ ৩৮১, বাতিল ৩ চেয়ারম্যান প্রার্থী

ঈদগাঁও উপজেলার ৫ ইউপি নির্বাচনঃ বৈধ ৩৮১, বাতিল ৩ চেয়ারম্যান প্রার্থী

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমাদানকারী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

গত রবিবার ছিল মনোনয়ন পত্র যাচাইয়ের পূর্ব নির্ধারিত দিন। ঘোষিত তফশিল অনুযায়ী দিন ব্যাপি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর।

বাছাইয়ে ঋণ খেলাপির দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষিত হয়। এ তিন চেয়ারম্যান প্রার্থী হলেন জালালাবাদ ইউনিয়নের নুরুল আলম, ইসলামপুর ইউনিয়নের আবদুল কাদের ও ইসলামাবাদ ইউনিয়নের আনোয়ার পারভেজ। এদের বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ তুলেন সিআইবি।

অন্যদিকে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী পদে পাঁচ ইউনিয়নের সকল প্রার্থী বৈধ ঘোষিত হয়।

উল্লেখ্য, তফসিল মতে বিগত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিভিন্ন পদে মোট ৩৮৪ জন প্রার্থী মনোনয়ন জমা করেছিল। এর মধ্যে চেয়ারম্যান ৪৮, সাধারণ সদস্য ২৬৪ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭২ জন প্রার্থী ছিল। তফশিল মতে ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের ওপর আপিল ও নিষ্পত্তি করা যাবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৯ এপ্রিল। ২৮ এপ্রিল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ।

যাচাই কার্যক্রমে দুই রিটার্নিং কর্মকর্তা, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মনোনয়নপত্র দাখিলকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নানান শ্রেণির মানুষ এ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

10Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়