শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওয়ে ২ দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

চলছে বিজয়ের মাস ডিসেম্বর । এ উপলক্ষ্যে কক্সবাজারের ঈদগাঁওতে ১৫ ডিসেম্বর উদ্বোধন হয়েছে দুই দিনব্যাপী বিজয় মেলা।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করে ঈদগাঁও উপজেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের দুইদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মেলা শুরু হয়েছে।

সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। এ সময় মেলা মঞ্চে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মমতাজুল হক, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২৪ এর গণঅভ্যুত্থান ও উন্মুক্ত চিত্রাঙ্কন কর্মশালার স্টল এবং অন্যান্য সামগ্রীর ৩০ থেকে ৩৫ টি স্টল খোলা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়