সোমবার- ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওয়ে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

কক্সবাজারের ঈদগাঁওয়ে মেলার নামে জুয়া, অশ্লীল বেহায়াপনা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জেলা প্রশাসনকে দেয়া স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার ঈদগাহ রশিদ আহমদ কলেজ গেইটেস্থ মহাসড়ক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
I
জোহরের নামাজের পর থেকেই স্থানীয়রা দলে দলে উক্তস্থানে জড়ো হতে শুরু করে। বিকাল অড়াইটার দিকে হাজারো জনতা ব্যানার সহকারে মেলার নামে  জুয়ার আসর ও বেহায়াপনা বন্ধের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখযোদ্ধা , কক্সবাজার নাগরিক কমিটির অন্যতম সদস্য নুরুল হক নুর, স্থানীয় ইউপি মেম্বার গিয়াস উদ্দিন বাহার, মওলানা মোখতার আহমদ, মওলানা নুরুল ইসলাম, ব্যবসায়ী রিদোয়ান উল্লাহ,নুরুল ইসলাম বাঙ্গালী ও সাদ্দাম প্রমুখ।

বক্তারা ২১ জানুয়ারি থেকে ঈদগাহ রশিদ আহমদ কলেজ মাঠে ক্ষুদ্র কুঠির শিল্প ও বস্ত্র মেলার নামে শুরু হতে যাওয়া অশ্লীল বেহায়াপনা অনুমতি বাতিলের দাবি জানান প্রশাসনের নিকট। অন্যতায় স্থানীয়রা জীবন দিয়ে হলেও এর প্রতিরোধ করবে বলে হুশিয়ারী দেন।

জানতে চাইলে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, জেলা প্রশাসনকে দেয়া স্থানীয়দের একটি স্মারকলিপির অনুলিপি তিনি ইতিমধ্যে পেয়েছেন বলে জানান।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান,মেলার অনুমতি যেহেতু জেলা প্রশাসন দিয়েছে, সেহেতু জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী করণীয় টিক করা হবে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়