শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৩

কক্সবাজারের ঈদগাঁওয়ে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক কাঠের দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে ব্যবসায়ী- বাসযাত্রীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার ফকিরাবাজার থানার সামনে ঘটে এ দূর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৩১০৩)  বাসটি মুলত নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশ্ববর্তী সালাহউদ্দিনের কাঠের দোকানে ঢুকে পড়ে। এতে কাঠের দোকানটি ও পাশের রিদুয়ানের ডেকোরেশনের দোকান তছনছ হয়ে যায়। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কর্মচারী কবির আহমদসহ ৩ জন আহত হন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফকিরাবাজারস্থ কাঠের দোকানে ঢুকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করেছে। তবে চালক ও হেলপারকে পাওয়া যায়নি।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়