মঙ্গলবার- ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুর  নাপিতখালী সাইনবোর্ড এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোঃ আরমান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় গুরতর আহত হয়েছে মোটরসাইকেল চালকও। তার পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাটিয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মহাসড়কের চাকার দোকান স্থানে লাশের সন্ধান মিলে। নিহত মোঃ আরমান পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রির পুত্র এবং ১ সন্তানের জনক বলে জানা গেছে।

একই দিন সকাল ১১ টায় মধ্য গর্জনতলী বায়তুল আমান জামে মসজিদ মাঠে নিহতের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশের একটি টিম। দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরত্বে মোটরসাইকেলসহ লাশের সন্ধান পাই। এসময় মোটরসাইকেল চালকও আহত হয় বলে শুনা গেলেও তার পরিচয় জানা যাইনি। লাশ মর্গে প্রেরন করা হয়েছে। মাইক্রোবাস জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

3Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়