বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওতে ৬ দিন পর নির্বাচনী সহিংসতায় কর্মী খুনের মামলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গেলো ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মারামারির ঘটনায় ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের কর্মী ছফুর আলম খুনের ঘটনায় অবশেষে ৬ দিন পর থানায় মামলা দায়ের করেছে পরিবার।

রবিবার (২৬ মে) বিকেলে নিহতের বাবা নুর উদ্দীন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

এ মামলায় প্রধান আসামি করা হয় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৌদিআরবের মক্কা আওয়ামীলীগের সভাপতি সামশুল আলমকে। বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, নিহত ছফুর আলমের বাবা নুর উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়া এলাকায় দুই পক্ষের মারামারিতে টেলিফোন প্রতীকের কর্মী ছফুর আলম খুন হয়। ঘটনার পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামশুল আলম আত্নগোপনে চলে যান।

তবে এক ভিডিও বার্তায় তিনি জানায়, ঘটনাটি তাদের পারিবারিক। সেখানে তার কর্মীদের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়