কক্সবাজারের ঈদগাঁওতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩১। উপজেলা প্রশাসন পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী বর্ষবরণ ও মেলার আয়োজন করে।
জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকালে বর্ণাঢ্য রেলির মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করা হয়। নাগর দোলায় চড়ে অনুষ্ঠানমালার সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।
পরে উন্মুক্ত মঞ্চে তারই সভাপতিত্বে মূল আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ডক্টর জসিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দীন, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মেহের ঘোনা শাহ জাব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনছুর আলম, সংগঠক কাফি আনোয়ার, কবি মনির ইউসুফ সহ অনেকে।
এসময় সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা, সোনালী ব্যাংক ঈদগাঁও শাখার অপারেশন ম্যানেজার শারমিন সুলতানা রুহি, রাঙ্গামাটির অবসরপ্রাপ্ত উপজেলা খাদ্য কর্মকর্তা পদ্মরঞ্জন চাকমা, সহকারি প্রধান শিক্ষক নুরুল আবছার, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলম, সিনিয়র শিক্ষক মিনুন নাহার বেগম, হেলাল উদ্দিন, মোঃ রেজাউল করিম, এস এম, তারিকুল হাসান (তারেক), দেলাওয়ার হোসাইন সাঈদী, দেলোয়ার হোসেন, ইফাত সানিয়া, নুরুল আমিন হেলালী, আহমদ কবির, আব্দুস সালাম, আব্দুল গফুর, সংবাদকর্মী হাফেজ বজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান তথা গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করে। শিক্ষার্থীরা অতিথিদের পান্তা- ভাত ও বৈশাখী খাদ্য দিয়ে আপ্যায়ন করে। মেলায় বৈশাখী পণ্যের দোকান ছাড়াও পিঠা-পুলির ছয়টি স্টল স্থাপন করা হয়। মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও দর্শক সমাগম তেমন ঘটেনি।