শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

চুনতির ৫৪ তম সীরাত মাহফিলের উদ্বোধনে বক্তারা

ইসলাম ও জাতির দুর্দশায় উম্মতে মোহাম্মদীর জন্য সিরাত মাহফিলের ভূমিকা অপরিসীম

ইসলাম ও জাতির দুর্দশায় উম্মতে মোহাম্মদীর জন্য সিরাত মাহফিলের ভূমিকা অপরিসীম।

জাতির বর্ণগোত্রে চারিত্রিক মেরামত এর এক অন্যনা শিক্ষা কোর্স হিসাবে কাজ করে যাচ্ছে এ ঐতিহাসিক এ মাহফিল।সীরাত মাহফিল, দ্বীনে ইসলাম চর্চার এক মহা আয়োজন।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এবং হযরত মোহাম্মদ (সঃ) এর সুন্নাহর মাঝেই নিহিত রয়েছে মানব জাতির মুক্তির দিশা। এই অমিয় বানীকে হৃদয়ে ধারণ করে দ্বীনে ইসলামের যথাযথ অনুশীলন ও প্রচারের লক্ষ্যে দীর্ঘ ৫৪ বছর আগে গোড়াপত্তন করেন।চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলের উদ্বোধনী অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন,১৯৭২ সালে মাহফিলের প্রতিষ্ঠালগ্নে সারা বাংলাদেশ জুড়ে ইসলামি ভাবধারা চর্চায় এক মহা সংকটকাল অতিবাহিত হচ্ছিল। এমনই এক ক্রান্তিকালে হযরত শাহ সাহেব কেবলা (রঃ) উনার স্বীয় মেধা ও আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান হয়ে এই মাহফিলের গোড়াপত্তন করেন, যা আজ জাতীয় ও আন্তর্জাতিক ইসলামিক পরিমণ্ডলে বাংলাদেশকে এক অনন্য মর্যাদার আসনে আসীন করেছে।

দুই অধিবেশনে মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও লোহাগাড়া কলাউজান শাহ্ রশিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা গোলাম রাসূল কমরি’র সভাপতিত্বে উদ্বোধোন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী।

চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ্ব শাহজান চৌধুরী,
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগাড়া থানা আমীর আসাদুল্লাহ ইসলামিবাদী,বনফুল এর ব্যবস্থপনা পরিচালক আলহাজ্ব এম শুক্কুর প্রমূখ।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়