আর্তমানবতার সেবায় আল নজির ফাউন্ডেশনের অসহায় দুস্থ মানুষের মাঝে দীর্ঘকাল যাবৎ আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানের শুরুতে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল দিনব্যাপী রামু উপজেলার গর্জনিয়া বড়বিলে এমদাদিয়া আজিজুুল উলুম মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এমদাদিয়া আজিজুুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ, মাওলানা, মুফতি রিদওয়ানুল হকের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল নজির ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও এমদাদিয়া আজিজুুল উলুম মাদ্রাসার পরিচালক ড. শাইখ, আল্লামা হারুন আজিজি নদভী। এসময় প্রধান অতিথি ছিলেন আল্লামা হাফেজ আবদুল হক হক্কানী।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবদুল কাদের, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, সদস্য আবদুর রশিদ, শিক্ষক ইস্কান্দর প্রমুখ।
ইফতার সামগ্রী নিতে আসা ছফুরা খাতুন ৮৭ হাসি দিয়ে বলেন এই পবিত্র মাহে রমজান শুরুতে আল নজির ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী পেয়ে আল নজির ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আল নজির ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. শাইখ আল্লামা হারুন আজিজি বলেন, আমার মরহুম পিতা মাওলনা নজির আহমদ রহঃ এর আত্বার শান্তি ও ইছালে ছওয়াবের জন্যে এই ফাউন্ডশন প্রতিষ্ঠা করা হয়। উপস্থিত সকলের প্রতি তাহার মরহুম পিতার জন্য দোয়া কামনা করেছেন।