রবিবার- ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাস পরিদর্শনে রিজিয়ন কমান্ডার

বান্দরবানের আলীকদম উপজেলার ম্রো কল্যাণ ছাত্রাবাসে আলীকদম জোন এর ব্যবস্থাপনায় সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এর তত্ত্বাবধানে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলা এবং অন্যান্য সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড এবং বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূর্গম পাহাড়ী এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্ত। বান্দরবান রিজিয়ন এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্বক সহায়তা করে আসছে। বিশেষ করে, আলীকদম সেনা জোন কর্তৃক স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আলীকদম উপজেলার অবহেলিত ও বঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে, আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধানে রিজিয়ন কমান্ডার, বান্দরবান কর্তৃক আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসের ৬৫ জন ছাত্র এবং ৫০ জন ছাত্রীসহ সর্বমোট ১১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলা সামগ্রী বিতরণ করেন।

আলীকদম ম্রো কল্যাণ ছাত্রাবাসে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের বাসস্থান ও জীবন যাত্রার মান উন্নয়নে রিজিয়ন কমান্ডার প্রয়োজনীয় আসবাবপত্র ও বিছানা সামগ্রী এবং রেফ্রিজারেটর প্রদান করেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে এসময় উন্নতমানের খাবার সরবরাহ করা হয়। শিক্ষা সহায়তার পাশাপাশি, আলীকদম মো কল্যাণ ছাত্রাবাসে অবস্থানরত ছাত্র-ছাত্রী এবং স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন,বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোনগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

এছাড়াও বান্দরবান রিজিয়নের আওতাধীন জোনসমূহ সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসছে এবং ভবিষৎতেও এ রকম কাজে সম্পৃক্ত থাকবে। তিনি আরোও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারণের আপদকালীন সময়ে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যে কোন প্রয়োজনে নিরলসভাবে কাজ করে যাবে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়