মঙ্গলবার- ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

আলীকদমে দালালসহ মিয়ানমারের নারী শিশুসহ ৫৮জন আটক

বান্দরবা‌নের আলীকদ‌মের দুর্গম বুচির মুখ নামক স্থানে অভিযান চা‌লি‌য়ে ৫জন দালাল ও নারী শিশুসহ ৫৮জন মিয়ানমার নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।শ‌নিবার (১১জানুয়ারী) ভোর সা‌ড়ে ৫টার সময় আলীকদমের ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানাযায়, শ‌নিবার ভোর সা‌ড়ে ৫টার সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর জেসিও  নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি’র এক‌টি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কি:মি: পূর্ব দক্ষিণ  দিকে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে  অভিযান চালায়। এসময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময়  ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিককে আটক করে। এসময় মানব পাচারের সাথে জড়িত ৫ বাংলাদেশী দালালকে আটক করা হয়। এসময় মানব পাচার কাজে ব‌্যবহৃত ১ টি ড্রাম ট্রাক, ১ টি প্রাইভেট  কারও ও ১টি মোটরসাইকল জব্দ করা হয়।

মানব পাচারের সাথে জড়িত আটক পাঁচ দালালরা হ‌চ্ছে আলীকদম দ‌ক্ষিণ নয়া পাড়ার মো: আনোয়ার হো‌সে‌নের ছে‌লে মো: আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজার পাড়ার মো: আবদুর র‌হি‌মের ছে‌লে মো: নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো: সোনা মিয়ার ছে‌লে মো: জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ‌্যং ইউনিয়‌নের মৃত: আবুল হো‌সেনের ছে‌লে মো: আবু হুজাইফা (৩২) ও  আলীকদম নয়া পাড়ার মৃত: আনু মিয়ার ছে‌লে মো: খোরশেদ আলম (৫৭)।

এ বিষ‌য়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মির্জা জ‌হির উদ্দিন জানান, মিয়ারমার নাগ‌রিক‌দের আট‌কের খবর শু‌নে‌ছি। ত‌বে এখ‌নো পর্যন্ত থানায় কাউকে স্থানান্তর করা হয়‌নি।

16Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়