আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা কক্সবাজার ও বান্দরবান জেলা শাখা কমিটির পরিচিতি সভা ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়ার অভিজাত ধানসিঁড়ি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। নবগঠিত কক্সবাজার ও বান্দরবান জেলা কমিটির সভাপতি মোঃ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির সিনিয়র যুগ্ম মহাসচিব এস.এম আকাশ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন- চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল কাদের ভূইয়া, এস.আর.পি.ভি এর আঞ্চলিক পরিচালক কাজী মকছুদুল আলম মুহিত, সমাজসেবক ওসমান বিন রহিম উল্লাহ।
আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম আদিব। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরবর্তীতে প্রধান অতিথি কক্সবাজার ও বান্দরবান জেলার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান। এছাড়াও একইদিন বিকাল সাড়ে ৩টার দিকে লামা-আলীকদম সড়কের হাঁসেরদীঘি এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা কক্সবাজার ও বান্দরবান জেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়।