বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে সাংগঠনিক বিএনপি ও যুবদলের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজিজনগর সাংগঠনিক থানার সভাপতি বশিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম,জাসাদ এর সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী,আজিজনগর সাংগঠনিক উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন চৌধুরী,লামা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলমসহ জেলা উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আলমগীর চৌধুরী বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছোট্ট একটা মিছিল নিয়ে এলাকায় তালিকা করে মামলার হুমকি দিয়ে ঘরের বাহিরে রেখেছে শিক্ষার্থীদের তার প্রতি হুশিয়ারি করে বলেন আপনি ভালো হয়ে যান।এলাকায় চাঁদাবাজি, অন্যায়, জুলম থেকেও বিরত থাকার আহ্বান করেন এ নেতা।
জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম জানান,ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও আছে।তাই তাদের সকল অপ কৌশল রুখে দিয়ে সকলকে এক থাকতে হবে।আজকের আয়োজন নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন এ যুবনেতা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার বলেন,শেখ হাসিনা বাংলাদেশকে একটি অকার্যকর দেশে রুপান্তর করেছিলো।আইন ব্যবস্থাকে ধ্বংস করে গুম,খুন,হত্যার শাসন কায়েম করেছিলো।সকল দুষ্কৃতকারীদের থেকে আজিজনগরকে মুক্ত রাখবেন।আজিজনগরকে যারা অশান্ত করবে তাদেরকেও দাঁত ভাঙা জবাব দিব।
প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন,গত ৫’ই আগস্ট খুনি হাসিনা এক কাপড়ে দেশ ছেড়ে গনঅভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে গিয়েছে।স্বাধীন দেশে অনেক স্থানে জায়গা দখল,সংখ্যালুঘুদের ওপর হামলা ইত্যাদি করলে তাদের প্রতিহত করুন। জবরদখল, হামলা,মামলা, গুম খুনের সাথে জড়িত এমন রাজনীতি বিএনপি করেনা।সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।