বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলার সহ- সভাপতি আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র আজিজনগর সাংগঠনিক থানার আহ্বায়ক ডাক্তার আব্দুল মতিন,বান্দরবন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তৌহিদুল ইসলাম রিয়াদ,যুগ্ন আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য রুখন উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার মোর্শেদ আলম,বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, বান্দরবান জেলা ছাত্রদলের সহ সভাপতি মিজানুর রহমান, উত্তর হারবাং এর কারা নির্যাতিত নেতা ও চাকরিয়া উপজেলা যুবদলের সহ প্রচার সম্পাদক মুহাম্মদ হাসান ও সদস্য সচিন মাসুমসহ অসংখ্য নেতৃবৃন্দ।
এসময় ছাত্রদলের আহ্বায়ক বলেন সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় সকল চাহিদা উপস্থাপন করেন এবং সকলকে সাথে থাকার আহ্বান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আহ্বায়ক আব্দুল মতিন বলেন, ফ্যাসিবাদ সরকারের দোসররা যা করেছে তা যদি আমরা করি তাহলে তাদের আর আমাদের মাঝে পার্থক্য থাকবেনা।কেননা পাপ বাপকেও ছাড়েনা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ সভাপতি ও আজিজনগর ইউনিয়ন এর পাঁচ বারের চেয়ারম্যান আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী বলেন,আজিজনগরের মানুষ নির্যাতিত। তারা হামলা ও মানলার স্বীকার।মন্দির ভাঙ্গ মামলা, গাড়ি ভাঙ্গ চুরির মামলা,জানা অজানা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো আমাদের। এমনকি এলাকায় অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা বিএনপি করার কারণে চাকরি থেকে বঞ্চিত। তারেক রহমান আসবে, আনাদের সকলকে এক থাকতে হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি স্থায়ী কমিটির মান্যবর সদস্য সাচিং প্রু জেরির হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এক থাকতে হবে।আজকে ছাত্ররা আগামীর ভবিষ্যত।তিনি আরও বলেন বাংলাদেশ স্বাধীন হলেও আজিজনগর স্বাধীন হয়নি।আজিজনগরকে স্বাধীন করতে হবে,আজিজনগরকে এগিয়ে নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়ায়ুর রহামনের আত্মার মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু স্বাস্থ কামনা করে ও তারেক রহমানের জন্য দোয়া চেয়ে বক্তব্য সমাপ্ত করে।