খাগড়াছড়ি জেলার পানছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার।
সন্ত্রাস নির্মূলে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন। তারই অংশ হিসেবে শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) রাত দেড়টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার লতিবান ইউপির গঙ্গারাম পাড়া (পূর্ণমোহন কার্বারী পাড়া) এলাকা হতে মৃত বীরেন্দ্র ত্রিপুরার ছেলে ওপেন্দ্র ত্রিপুরা (৩৪) কে ১টি পিস্তল ও গুলি সহ আটক করা হয়।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, যৌথ অভিযানে আটককৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দিয়ে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও অবৈধ চোরাচালান , মাদক নিয়ন্ত্রন সহ সন্ত্রাস নির্মুলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
32Shares