কক্সবাজারের চকরিয়ায় অসহায় পরিবারের সীমানা প্রাচীর ভেঙে এবং গাছপালা কেটে বসতভিটা জবরদখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার কৈযারবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হামিদুল্লাহ সিকদার পাড়া গ্রামের মৃত আনোয়ারুর আজিমের ছেলে রুহুল আমিনের বসতভিটায় এ ঘটনা ঘটে।
বসত ভিটার মালিক রুহুল আমিনের স্ত্রী শারমিন আকতার ডলি বলেন, ‘গত ১৮ মার্চ স্থানীয় আবুল কাসেমের ছেলে সাইফুল ইসলাম, বাদল, ইলিয়াস ও রেজাউল করিম প্রতিবেশী হওয়ার সুবাদে আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় আমার স্বামীর বসত ভিটা ও চলাচলের রাস্তা জবরদখলের উদ্যোশ্যে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পেলে এবং চলাচলের পথে দেয়াল দিয়ে পথ অবরুদ্ধ করে দেয়। এতে বাঁধা দিলে আমাকে মেরে রক্তাক্ত জখম করে ও আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। এ ঘটনায় উল্টো নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
এদিকে মারধর ও জবরদখলের ঘটনায় শারমিন আকতার ডলি বাদী হয়ে সাইফুল ইসলাম সহ ৬ জনের নামে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও একটি মামলা দায়ের করেন।
মামলা করায় ক্ষিপ্ত হয়ে ২৬ মার্চ সকালে দলবল নিয়ে রুহুল আমিনের বসতভিটা থেকে বিভিন্ন প্রজাতির ৪/৫ টি বড় গাছ কেটে নিয়ে যায় সাইফুল ইসলাম ও শফিকুল ইসলাম গং।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মারামারির ঘটনায় মামলা হয়েছে, গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।