বুধবার- ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

অপারেশন ডেবিল হান্ট-চকরিয়ায় কাউন্সিলর বেলালসহ গ্রেপ্তার ৮

কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের অভিযান অপারেশন ডেভিল হান্টে একদিনে ৮ আওয়ামী লীগ নেতা আটক করা হয়েছে।

১৪’ই ফেব্রুয়ারী, ২৫ইং (জুমাবার) সারাদেশের ন্যায় ডেবিল হান্টের এ অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশ সূত্রে  জানা যায়, ১। মিজবাহ উদ্দিন (২৩), পিতা- নাছির উদ্দিন, মাতা- শাহেদা বেগম, সাং- পশ্চিম পাড়া, ০৭নং ওয়ার্ড, ইউনিয়ন ফাসিয়াখালী, ২। মোঃ সোয়াইবুর রহমান (৩৪), পিতা- হাজী সৈয়দুর রহমান, মাতা- হাজী মনোয়ার। বেগম, সাং- ভরামুহুরী, হিন্দু পাড়া, ০৪নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ৩। জুবাইদুর রহমান মিন্টু (৩৪) পিতা- মৃত কবির হোসেন, মাতা- আশরামা বেগম, সাং- উত্তর লক্ষ্যারচর ছিকলঘাট, ০৩নং ওয়ার্ড, ইউনিয়ন- লক্ষ্যারচর, ৪। বেলাল উদ্দিন (৩৫), পিতা- মৃত আলী আহম্মদ, মাতা- সিরাজ খাতুন, সাং-পশ্চিম দিগরপানখালী ০৯নং ওয়ার্ড, ইউনিয়ন- ফাঁসিয়াখালী, সর্ব থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,  ৫। মো: রমজান আলী (২৮), পিতা-মোঃ ছিদ্দিক, মাতা-জোসনা বেগম, সাং কসাইপাড়া, ৩নং ওয়ার্ড, পৌরসভা, ৬। নাঈমুল ইসলাম সাগর (৩০), পিতা-আবুল কালাম, মাতা-মমতাজ বেগম, সাং-উত্তর লক্ষ্যচর শিকলঘাট, ৬নং ওয়ার্ড, ইউনিয়ন-লক্ষ্যাচর, ৭। তামিমুল ইসলাম (২৫), পিতা-আব্দুল করিম, মাতা-হাসিনা আক্তার, সাং-ইসলাম নগর, ৭নং ওয়ার্ড, ইউনিয়ন-কৈয়ারবিল, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৮। আনোয়ার হোছাইন(৫৩), পিতা-মৃত ফকির মোহাম্মদ, মাতা-মৃত বদিউজ্জামান, সাং-নিজপানখালী, পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশের্^, ৭নং পৌর ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মন্জুর কাদের ভুইয়া বলেন, প্রতিদিন নিয়মিত এ  অভিযান অব্যাহত থাকবে।

22Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়