বুধবার- ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

অনলাইন জুয়ার টাকার দ্বন্ধে যুবক খুন,আটক-৩

চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে বাড়ি থেকে জুয়া খেলার কথা বলে ডেকে মোঃ জাহেদ (২০) নামক এক যুবককে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

১৩ জানুয়ারী (সোমবার)দিবাগত রাত ১টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কলাউজান রসুলাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে সামান্য দূরে উপজেলার উত্তর কলাউজান রাবার ড্যাম স্টেশন এলাকার কালি মন্দিরের সামনের জমি থেকে জাহেদের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত মো. জাহেদ উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রসুলাবাদপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন, সোমবার দিবাগত একটার দিকে জাহেদকে তাঁর এক বন্ধু অনলাইনে জুয়া খেলতে ডেকে নিয়ে যান।রাতে সে আর বাড়ি ফেরেনি। আজ সকাল আটটার দিকে স্হানীয় এক রিকশাচালক জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মুখে রক্ত জমাট সহ শরীরের বি়ভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।পুলিশের ধারনা অনলাইন জুয়ার টাকাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে তিনজনকে আটক ও খুন হওয়া জাহেদের মোবাইল উদ্ধার করা হয়েছে।আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়