বৃহস্পতিবার- ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

লামায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে অনাবৃষ্টি,  প্রচন্ড তাপদাহ হতে পরিত্রান পেতে বৃষ্টির বিশেষ প্রার্থনা ( ইসতিস্কার) নামায আদায় করা হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়র মাঠে শত শত ধর্মপ্রান মুসলমান প্রচন্ড রোদ আর তাপদাহ উপেক্ষা করে নামাযে শরীক হয়। এ সময় ছোট শিশুরাও নামাযে অংশগ্রহন করে। বেশ কিছুদিন যাবৎ অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণির মানুষ। দীর্ঘদিন  অনাবৃষ্টির কারনে নষ্ট হচ্ছে আবাদি জমির ফসল আর সেই সাথে দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে।

প্রচন্ড তাপদাহ আর অসহ্য গরম থেকে বাচঁতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে স্থানীয় তাওহীদি জনতার ব্যানারে মাঠের খোলা আকাশের নীচে  সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষমা চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। নামাজ ও দোয়া  মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মোহাম্মদ হোবাইব।

নামাজ ও মোনাজাতের আগে কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মোহাম্মদ হোবাইব তার বক্তব্যে বলেন, ইসতিসকার নামাজের অর্থ হল, দুনিয়ায় যদি কোন বালা-মুসিবত হয় আসে, প্রচন্ড তাপদাহ, খরার কারনে ফসলাআদি নষ্ট হয়ে যায়, মানুষের চলাচল দুর্বির্ষ জীবনযাপন করেন, তখন মাঠে গিয়ে খোলা আকাশের নিচে ইসতিকার নামাজ পড়তে হয়। এ বিষয় হাদিসের বর্ননা অনুযায়ী  সর্বস্তরের মানুষের উদ্যোগে নামাজে  অংশ নিয়েছি। আমরা সকলে আল্লাহর কাছে কৃতকর্মের মার্জনার জন্য মোনাজাত করেছি। আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে  শান্তি এবং সবুজ জমিন যেন  ফিরি়য়ে দেন।সব বালা মুসিবত থেকে যেন  আমাদেরকে হেফাজত করুন।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়