শুক্রবার- ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

লামায় দুই গ্রুপের মারামারিতে যুবকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় সরই ইউনিয়নে সম্পত্তি নিয়ে দুই গ্রুপের মারামারি চলাকালে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার সরই ইউনিয়নের নাইচ্ছার ঝিড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোঃ ওসমান (৪৫)। তিনি একই এলাকার মৃত আঃ খালেকের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সরই ইউনিয়নের নাইচ্ছার ঝিড়ি গ্রামে ওসমান গ্রুপের মোঃ ওসমান, আব্দুর রহমান, জব্বার, আকবর, ও কবির গ্রুপের কবির আহমদ, জাহাঙ্গীর, নুরুন্নেছা, আবু হানিফ মধ্যে অজ্ঞাতনামা এক মহিলার জায়গা সম্পত্তির পূর্ব বিরোধের জের ধরে মারামারি করে। মারামারি পর উভয় পক্ষের লোকজন আহত হয়ে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যায়। পরে ওসমান গ্রুপের মোঃ ওসমানকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

দুপুরে লামা থানার অফিসার ইনচার্জ মো: শামীম শেখ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, দুই গ্রুপের মারামারি চলাকালে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওসমানের পরিবার এটি হত্যাকাণ্ড বলে দাবি করেছে। এ নিয়ে তদন্ত করছে পুলিশ।

2Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়