বৃহস্পতিবার- ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামায় আন্তর্জাতিক নারী দিবস পালন

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে লামায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস । ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো: মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা।শনিবার ৮মার্চ উপজেলা প্রশাসন ও লামা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার শিশুর বিষয়ে নিন্দা জানিয়ে তার সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, বেলাল আহমদ, নারী নেত্রী শাহানাজ পারভীন সহ প্রমূখ। এছাড়া শতাধিক নারী উপস্থিত ছিলেন।
সভা শেষে এন,জেড,একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগমের নেতৃত্বে লামা থানা অফিসার ইনচার্জের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দিনটির শুরু ১৮৫৭ সালের ৮ মার্চ। সে সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে সেসময় গ্রেফতার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই। তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারীশ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারীশ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালের এই দিনে ডেনমাকের্র কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়