শুক্রবার- ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

রোজা ও ঈদকে সামনে রেখে ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তায় মাঠে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ

রোজা ও ঈদকে সামনে রেখে ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তায় মাঠে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ

আবদুর রশিদ, নিজস্ব প্রতিবেদক:

আসন্ন রমজান এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জোরালো কার্যক্রম নিয়ে মাঠে নেমেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীনের দিকনির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহার নেতৃত্বে এএসআই বিলাল হোসেনসহ পুলিশের একটি টিম ৮ এপ্রিল সোমবার সন্ধ্যা থেকে বাইশারী বাজারসহ বিভিন্ন এলাকায় বিশেষ মহড়ার পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশি যেমন চালানো হচ্ছে, সড়কেও বসানো হয়েছে তল্লাশি চৌকি। মানুষ যাতে যাতায়াত এবং কেনাকাটা শেষে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, সে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নান বলেন, ‘রমজান এবং ঈদুল ফিতর কে সামনে রেখে চুরি, ডাকাতি,ছিনতাইসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে নাইক্ষ্যংছড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন অপরাধী কে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন।’

এদিকে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, এক সময় বাইশারী বাজারে ঈদের সময় ডাকাতি সংঘটিত হত তাই আমরা রাতদিন ২৪ ঘন্টা ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে আমরা টহল বৃদ্ধি করছি। কোন অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়