সোমবার- ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

বান্দরবানের আলীকদমে

মাদ্রাসা থেকে ফেরার পথে বেপরোয়া টমটম কেড়ে নিল আদিলের প্রাণ

মাদ্রাসা থেকে ফেরার পথে বেপরোয়া টমটম কেড়ে নিল আদিলের প্রাণ

বান্দরবানের আলীকদম উপজেলায় অদক্ষ চালকের বেপরোয়া টমটমের ধাক্কায় অকালে প্রাণ হারাতে হল এক মাদ্রাসার শিশু ছাত্রকে।

সোমবার (১৮ মার্চ) দুপুরের আলীকদমের পানবাজারস্থ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

শিশুটি ওয়ামি একাডেমির শিশু শ্রেণিতে পড়ে এবং তার নাম মোঃ আদিল (০৫)। সে উপজেলার সদর ইউনিয়ন এর সিলেটি পাড়া ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে।

জানা যায়, ওয়ামি একাডেমি ছুটি হওয়ার পর বাসায় ফেরার পথে মোঃ আদিল (০৫)কে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা টমটমের ধাক্কা দিয়ে আহত করে। আহত আদিলকে সাথে সাথে আলীকদম সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চকরিয়া ম্যাক্স হসপিটালে নেওয়া হয়। কিন্তু শিশু আদিলকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিদুর রহমান জানান, নিহতের পরিবার মামলা কোন মামলা করেনি। যদি করে ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়