মঙ্গলবার- ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষে বাবর আলীকে পতাকা হস্তান্তর করেছে ‘ভার্টিক্যাল ড্রিমার্স’

মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষে বাবর আলীকে পতাকা হস্তান্তর করেছে 'ভার্টিক্যাল ড্রিমার্স

বাংলাদশী পর্বতারোহী ডাঃ বাবর আলীকে মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লাৎস অভিযান-২০২৪ এর প্রাক্কালে জাতীয় পতাকা হস্তান্তর করেছে ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ নামের একটি পার্বতারোহী সংগঠন।

এউপলক্ষ গতকাল (৩০ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অভিযান সমন্বয়ক ফরহান জামান ও ভার্টিক্যাল ড্রিমার্সের সাবেক প্রসিডেন্ট শিহাব উদ্দীন।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ভার্টিক্যাল ড্রিমার্স এর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ডাঃ বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের নানান চুড়ায় অভিযান করেছেন। ২০২২ সালে প্রথম বাংলাদেশী হিসেবে তিনি হিমালয়ের অন্যতম চুড়া “আমা দাবলাম” (২২৩৪৯ ফুট) আরোহন করেন। ২০১৯ সালে তিনি পাঁয়ে হেটে ৬৪ জেলা ভ্রমন করেন। ২০২৩ সালে ভারতে সর্ব উত্তরের বিদু কাশমীর থেকে সাইকেল চালিয়ে ভারতের সর্ব দক্ষিনের বিদু কন্যাকুমারী পর্যটন গমন করেন।

এছাড়াও তিনি বিভিন্ন অ্যাডভঞ্চার ধর্মী লেখালেখির সাথে জড়িত আছে। তার লিখা অন্যতম বই হয়েছে “পাঁয়ে পাঁয়ে ৬৪ জেলা” “ম্যালরি ও এভারেস্ট” এবং “সাইকেলের সওয়ারি”।

আগামী ১লা এপ্রিল ২০২৪ তারিখ তিনি মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লাৎস অভিযানর উদ্দেশ্য তিনি নেপালের উদ্দেশ্য রওয়ানা হবেন। পরবর্তীতে প্রথম ধাপে মাউন্ট লাৎস ২৭৯৪০ ফুট পর্বতারোহন করবেন এবং ২য় ধাপে মাউন্ট এভারেস্ট ২৯০৩২ ফুট উঁচুত পর্বতারোহন করবেন। সংবাদ সম্মলন শেষে তার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

2Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়